বাগেরহাট থেকে : তৃতীয় কোন পক্ষকে ক্ষমতায় আনতে বেগম খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন। তবে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক ম মোজাম্মেল হক।
বুধবার সন্ধ্যায় বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম ছানা।
ষড়যন্ত্র করে কোন লাভ হবে না উল্লেখ তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনন্দিন কাজকর্ম করবেন। প্রশাসনের উপর তার কোন হস্তক্ষেপ থাকবে না।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারা জীবিত থাকতে বাংলার মাটিতে আর কোন দিনই তৃতীয় পক্ষ ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে ভোটের মাধ্যমেই আসতে হবে। তিনি আগামী সংসদ নির্বাচনে দলীয় সভা নেত্রী যাকেই নৌকা প্রতীক দেবেন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান।
মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস লেখা হবে। আগামী প্রজন্মকে মু্ক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কাহিনী আরো বেশি করে উল্লেখ থাকবে। ব্যাংকে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা নিতে হবে না উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগামী নভেম্বর মাস থেকে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অপরূপ চৌধুরী, প্রকল্প পরিচালক ও উপসচিব ড. মো. মইনুল হক আনছারী, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস এবং জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
মন্ত্রী এসময় বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। এর আগে মন্ত্রী বাগেরহাটের শরণখোলায় এবং কচুয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
এমটিনিউজ/এসএস