বাগেরহাট: বাগেরহাটে পাঞ্জাবি-টুপি পরে অফিসে আসায় চাকরিচ্যুত হয়েছেন বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি সরদার আল মারজান। এ ঘটনায় মঙ্গলবার মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ দাবি করে বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আ. রায়হান উদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। মারজানের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী জগৎ জীবন বসু।
এর আগে গত ২৩ মে (বুধবার) দুপুরে পাঞ্জাবি- টুপি পরে অফিস করার অপরাধে মারজানকে গালি-গালাজ করে চাকরি থেকে অব্যাহতি দেন বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আ. রায়হান উদ্দিন।
ওই নোটিশে উল্লেখ করা হয়, সরদার আল মারজান ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে চলতি বছরের ২৩ মে পর্যন্ত বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসেবে চাকরি করে আসছেন। রমজান মাস শুরু হলে ২৩ মে সরদার আল মারজান পাঞ্জাবি-টুপি পরিধান করে অফিসে যান। অফিসের নিয়মিত কাজ হিসেবে নিজের ছবি হটস অ্যাপ গ্রুপে পোস্ট করে সু-প্রভাত জানান। হটস অ্যাপ গ্রুপে পাঞ্জাবী-টুপি পরিহিত ছবি দেখে বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আ. রায়হান উদ্দিন মুঠোফোনে মারজানকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। কোনো প্রকার মৌখিক বা লিখিত সতর্ক বার্তা না দিয়ে পাঞ্জাবি-টুপি পরিধানের অপরাধে ওই দিনই মারজানকে চাকরিচ্যুত করেন।
এ ধরণের গালিগালাজ ও চাকরিচ্যুত করায় মারজান সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য তার মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ প্রদান না করলে ৭ দিনের মধ্যে আদালতের আশ্রয় গ্রহণের কথা নোটিশে বলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আ. রায়হান উদ্দিনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস