শনিবার, ০২ জুন, ২০১৮, ০৮:১৭:২৮

সবাইকে নিরাপদে যেতে মাইকিং

সবাইকে নিরাপদে যেতে মাইকিং

বাগেরহাট: খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় যমুনা এলপিজির একটি তরল গ্যাসবাহী ট্যাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। 

শনিবার ভোরে সাড়ে ১৭ মেট্রিক টন তরল গ্যাস নিয়ে খাদে পড়ে যায় লরিটি। ট্যাংক লরিটি মোংলা বন্দর থেকে তরল গ্যাস নিয়ে বগুড়া যাচ্ছিল। খাদে পড়ার পর ওই ট্যাংক লরিটি থেকে গ্যাস বের হচ্ছে। ফলে সকাল থেকে ওই স্থানে সতর্ক অবস্থা জারি করা হয়েছে।

সকাল থেকে ঘটনাস্থলে খুলনা-বাগেরহাট ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এবং রামপাল ও হাইওয়ে থানার পরিদর্শকের (ওসি) নেতৃত্বে পুলিশের ২টি টিম অবস্থান করছে। 

ঘটনাস্থল থেকে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার ও সংশ্লিষ্ট দুই থানার ওসি এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ভোরে যমুনা এলপিজির তরল গ্যাসবাহী ট্যাংক লড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেটি থেকে এখনও গ্যাস বের হচ্ছে। সকাল থেকে এলাকায় মাইকিং করে লোকজনকে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। 

এই লড়িটি তুলতে দুইটি ক্রেন লাগবে। একটি ঘটনাস্থলে আছে। অন্য ক্রেনটি মোংলা বন্দর থেকে আসলে উদ্ধার কাজ শুরু হবে। পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে। আরও ৩টি ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে