বাগেরহাট: আমাকে যারা বিদেশি বলছে তারা মিথ্যাচার করছে। আমি এই দেশেরই সন্তান। আওয়ামী লীগের প্রতিটি কর্মীর বাড়িই আমার বাড়ি। বললেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়।
গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে জেলা তাঁতী লীগের মতবিনিময় সভায় শেখ তন্ময় একথা বলেন।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি এই আসনে বিজয়ী হয়ে শেখ হাসিনাকে আসনটি উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আমি এই এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তরুণ প্রজন্মের জন্য নতুন কিছু করতে চাই।
জেলা তাঁতী লীগের আহ্বায়ক আ. বাকী তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার লুচি, নকিব নজিবুল হক নজু, ফিরোজুল ইসলাম, আহাদ উদ্দিন হায়দার, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, কৃষক লীগের সভাপতি আবুল হাসেম শিপন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তালুকদার রিনা সুলতানা প্রমুখ।