বাগেরহাট থেকে : দক্ষিণবঙ্গের সুন্দরবন সংলগ্ন জেলা বাগেরহাটের শরণখোলা ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে আজ সকালে কালবৈশাখীর তাণ্ডবে বিভিন্ন এলাকায় তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কালবৈশাখী ঝড়ে শরণখোলা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দুই উপজেলায় উপড়ে পড়েছে হাজার-হাজার গাছপালা।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, কালবৈশাখী তাণ্ডবে শরণখোলার বিভিন্ন এলাকায় দুই শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলার রায়েন্দা ইউনিয়নের মৌরাশী বাজারসহ সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন বগী বন্দরের ব্যবসায়ী মজিবর হাওলাদার, ইব্রাহীম হাওলাদার, আলী মাঝি, পান্না ফরাজী ও বেল্লাল বালীর দোকান ঘরের চালা উড়িয়ে নিয়ে যাওয়ায় বৃষ্টিতে মালামাল ভিজে ব্যাপক ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার-হাজার গাছপালা উপড়ে পড়েছে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, সকালে কালবৈশাখীর তাণ্ডবে রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সিগড়বুনিয়া মসজিদসহ ক্ষুদ্র দোকানি ও নিম্ন আয়ের মানুষের কাঁচা ঘরবাড়ি বেশি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। হাজার-হাজার গাছপালা উপড়ে পড়েছে।
শরণখোলা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. খায়রুল আলম জানান, কালবৈশাখীর ঝড়ে উপজেলার রাজৈর এলাকায় ট্রান্সফর্মারের ওপর গাছ পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া, আরো ৩০/৪০ টি স্পটে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বেশ কয়েকটি খুঁটি হেলে পড়েছে। উপজেলার সদরের বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।