সোমবার, ২০ মে, ২০১৯, ০৪:৪১:৩২

চাকরির কথা বলে টাকা নিলে দল থেকে বহিষ্কার: শেখ হেলাল

চাকরির কথা বলে টাকা নিলে দল থেকে বহিষ্কার: শেখ হেলাল

বাগেরহাট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ‘যেসব নেতা চাকরির কথা বলে টাকা নেবে তাদের দল থেকে সরাসরি বহিষ্কার করা হবে। দেখা গেছে কোনও ইউনিয়নে একজন আওয়ামী লীগ কর্মীর ছেলে চাকরি পায় না, সেখানে অন্য দলের নেতাদের ছেলেরা টাকার জোরে চাকরি পায়, এটা দুঃখজনক। এটা আর হতে দেওয়া হবে না।’ সোমবার (২০ মে) দুপুরে বাগেরহাট জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল বলেন, ‘দলের হাইব্রিড নেতারা ত্যাগী নেতাদের মূল্যায়ন করে না। তারা অন্য দল থেকে এসে কারও ওপর ভর করে আওয়ামী লীগের সব সুযোগ-সুবিধা নিচ্ছে। এটাও আর হতে দেওয়া হবে না। অন্য দলের নেতাকর্মীদের আর দলে আনার প্রয়োজন নেই। তাদের ছাড়াই আমরা ক্ষমতায় এসেছি। আগামীতেও তাদের ছাড়াই আমরা চলতে পারবো।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হেলাল বলেন, ‘আপনারা জাতির পিতার আদর্শে বিশ্বাস করেন বলেই বাংলাদেশের গ্রামেগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি গড়ে উঠেছে। এই ঘাঁটিকে টিকিয়ে রাখতে হবে। আওয়ামী লীগের সংগঠন আরও শক্তিশালী হলে অন্য দলের রাজনীতি এদেশ থেকে হারিয়ে যাবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে