বাগেরহাট থেকে : ঘূর্ণিঝড় 'বুলবুল' ধেয়ে আসার খবরে আ'ত'ঙ্কি'ত হয়ে পড়েছে 'সিডর' বি'ধ্ব'স্ত বাগেরহাটের শরণখোলাবাসী। ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের মতো একইভাবে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ায় মানুষ বেশি আ'ত'ঙ্কি'ত।
নদতীরবর্তী বেড়িবাঁধের বাইরে এবং বাঁধের কাছাকাছি বসবাসকারী মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্ততি নিতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) গভীর রাত থেকে দমকা বাতাস আর গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে।
শরণখোলাসহ উপকূলজুড়ে সিডরের পূর্বমুহূর্তের পরিস্থিতি বিরাজ করছে। আজ শুক্রবার সকাল থেকে সিপিপির স্বেচ্ছাসেবকরা মাইকিং করে স'ত'র্ক'তামূলক প্রচারণায় নেমেছেন।
এদিকে, উপজেলার চারটি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ সরকার জানিয়েছেন।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন ও রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, ইউনিয়ন পরিষদে জরুরি সভা করে পাঁচ সদস্যের সমন্বয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
সা'ই'ক্লো'ন শেল্টারগুলো প্রস্তুত রাখা এবং ইউডিএমসির সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়েছে। বাজারের ব্যবসায়ীদের বলা হয়েছে শুকনো খাবার মজুদ রাখতে। একইভাবে অন্যান্য ইউনিয়ন পরিষদগুলোতেও নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে জানান তারা।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহীন বলেন, ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের সব বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় জরুরি সভায় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।