বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় শিক্ষার্থীদের দিয়ে ইট তোলানোয় বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন মুক্তাকে সাময়িক বরখা'স্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিন ওই শিক্ষককে সাময়িক বরখা'স্ত করেন।
তিনি বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক নাছির উদ্দিন মুক্তা দায়িত্ব অবহেলা করে শিক্ষার্থীদের ভবনের তিন তলায় ইট তোলার নির্দেশ দেন। ইট তুলতে গিয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী মারুফের হাত ভে'ঙে যায়। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষো'ভ ও অস'ন্তো'ষ ছড়িয়ে পড়ে। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার তদ'ন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখা'স্ত করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় প্রধান শিক্ষকের নির্দেশে শরণখোলা উপজেলার ৫২নং বকুল তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্রে ভবনের তিন তলার ছাদে ইট ওঠানোর সময় শিক্ষার্থী মারুফের হাত ভে'ঙ্গে যায়। পরে বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নির্দেশে সরেজমিন পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই শিক্ষার্থীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
উপজেলা পরিষদ থেকে ওই শিক্ষার্থীর পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আহ'ত মারুফ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ'সাধীন।