বাগেরহাট থেকে : করোনা ভাইরাসের প্রাদু'র্ভাবের কারণে এরই মধ্যে দেশের সব ধরনের গণপরিবহন ব'ন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া একসঙ্গে দুই জনের চলাচল সীমিত করা হয়েছে। ফলে কার্যত পুরোদেশ এখন লকডাউনের ভেতর দিয়ে যাচ্ছে।
এই সময়ে জনসাধারণের চলাচল সীমিত। তাই বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থ ও গরীব মানুষের সেবায় বাগেরহাটের রামকৃষ্ণ মিশন ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে রামকৃষ্ণ মঠ- বেলুড় মঠ এবং সরকার কর্তৃক নির্দে'শিত করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনমূলক নির্দে'শনার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
স্বামী বিবেকানন্দের 'শিব জ্ঞানে জীব সেবা' এই আদর্শে শনি ও রোববার দু'দিন প্রায় ৬০টি হ'তদরিদ্র পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য তৈরি এই প্যাকেটে থাকছে ২ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ৫০০গ্রাম লবণ, তেল এবং ১টি সাবান। এই সেবা কার্যক্রম চলমান থাকবে।
মিশনটির ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়, করোনা ভাইরাসের প্রাদু'র্ভাবের জন্য বাংলাদেশে জনসাধারণের চলাচল সীমিত| তাই বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থ ও গরীব মানুষের সেবায় বাগেরহাটের রামকৃষ্ণ মিশন ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে সরকার কর্তৃক নির্দে'শিত করোনা ভাইরাস (কোভিড-১৯) সং'ক্র'মণ প্রতিরো'ধের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।