বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে দুই ঘণ্টার ব্যবধানে এক দম্পতির মৃ'ত্যু হয়েছে। বুধবার সকালের এ ঘ'টনায় ওই এলাকায় করোনা আত'ঙ্ক ছ'ড়িয়ে পড়েছে। তবে তাদের দেহে করোনার কোনো আলা'মত পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।
পৌর সদরের সেরেস্তাদারবাড়ী ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা ভৌমিক সকাল ৭ টায় ও দুই ঘণ্টা পর তার স্ত্রী শিপ্রা রানী ভৌমিক মা'রা যান। এ খবর ছ'ড়িয়ে পড়লে এলাকায় করোনা আত'ঙ্ক ছ'ড়িয়ে পড়ে।বিষয়টি নিশ্চিত হতে এএসপি মোরেলগঞ্জ সার্কেল, ওসি কেএম আজিজুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বুধবার সকাল ১১ টায় ঘ'টনাস্থল পরি'দর্শন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী মা'রা যাওয়ায় এলাকায় করোনা আত'ঙ্ক ছ'ড়িয়ে পড়ে। তবে তাদের ম'রদেহে করোনার কোনো আলা'মত পাওয়া যায়নি এবং ওই পরিবারের অন্যান্য সদস্যরাও সুস্থ আছেন।
ইউএনও মো. কামরুজ্জামান বলেন, করোনার কোনো উপস'র্গ ওই পরিবারের কোনো সদস্যের নেই।