ভূমিকম্পে আতঙ্কে বাঘ-হরিণ
বাগেরহাট : ভূমিকম্পে সুন্দরবনের পশুদের ওপর প্রভাব পড়েছে। এসময় আতঙ্কে বাঘ-হরিণসহ অন্য প্রাণীরা নদী-খালে আশ্রয় নেয়।
সোমবার ভোরে সুন্দরবনে থাকা জেলেরা সাংবাদিকদের মুঠোফোনে এ তথ্য জানান।
তারা জানান, ভূমিকম্পের সময় সুন্দরবনের কয়েকটি বাঘ, হরিণসহ বন্য প্রাণীরা নদী-খালে আশ্রয় নিতে দেখা গেছে। পরে আবার সুন্দরবনে ফিরে যায় তারা।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের এসিএফ মো. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ভূমিকম্পে সুন্দরবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার ভোরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটের পাটগ্রামে প্রাণ হারিয়েছেন ৩ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
৪ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�