বাগেরহাটের মোরেলগঞ্জে প্রবাসী ছেলের বউয়ের ‘অনৈতিক আচরণে’ অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছেন শ্বশুর-শাশুড়িসহ গ্রামবাসী।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার শেখপাড়া গ্রামে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী শ্বশুর সোহরাব হোসেন হাওলাদার ও শাশুড়ি রওশন আরা বেগম এতে নেতৃত্ব দেন।
এ সময় তারা অভিযোগ করেন, সোহরাব হোসেন হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার বহুদিন ধরে বিদেশে থাকায় তার স্ত্রী অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বিষয়টি অনেকে হাতেনাতে ধরে ফেলেন। কয়েক দফা বিচার-সালিশও হয়েছে। কিন্তু ওই নারীর চলাফেরায় কোনও পরিবর্তন আসেনি। বরং দিনদিন তিনি আরও বেপরোয়া চলাফেরা করছেন। এ ঘটনার কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো নাজেহাল করেন তিনি।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাশুড়ি রওশন আরা বেগম, চাচা শ্বশুর সাবেক ইউপি সদস্য মোশারেফ হোসেন, আব্দুল গফ্ফার হাওলাদার, মো. হারুন শিকদার, হাবিবুর রহমান ও জামিরুননেছা।
এ বিষয়ে জানতে ওই নারীর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।