একসঙ্গে এক রাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়ির লোকেরা দুর্গাপূজা দেখতে গিয়েছিলেন। মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাতে বাধাল ইউনিয়নের বাধাল গ্রামে এ ঘটনা ঘটে। পরে আজ বুধবার কচুয়া থানার ওসি ও বাধাল ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
জানা গেছে, বাধাল গ্রামের কৃষ্ণপদ পাল কুন্ডু, সুভাষ চন্দ্র দাস, লিটন কর্মকার, বসুদেব দাস ও তাপস মিস্ত্রীদের বাড়ির ঘরের গ্রিল কেটে, দরজার তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে। এসব বাড়ির লোকজন দুর্গাপূজা দেখার উদ্যেশে বাড়ির বাইরে ছিল।