শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১০:৪৭:৪৩

বাগেরহাটে ধরা পড়া মাছটির ওজন ১৫০ কেজি!

বাগেরহাটে ধরা পড়া মাছটির ওজন ১৫০ কেজি!

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ। বৈজ্ঞানিকভাবে মাছটির নাম সেইল ফিস।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেরা মাছটি নিয়ে আসে। এ সময় মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করেন। পরে নিলামের মাধ্যমে ১৩ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন জাহিদ শেখ নামে এক ব্যবসায়ী।

স্থানীয় কালাম শেখ বলেন, কেবি বাজারে এতো বড় মাছ দেখা যায় না। সকালে জেলেরা ট্রলার করে মাছটি নিয়ে আসে। আমি এতো বড় গোলপাতা মাছ কখনো দেখিনি।

মাছ ব্যবসায়ী জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। সুস্বাদু মাছ হিসেবে স্থানীয় বাজারে এ মাছের সুনাম রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে