শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৫২:১৭

আর বেঁচে নেই ৩০ বছর দায়িত্ব পালন করা ষাটগম্বুজ মসজিদের ইমাম

আর বেঁচে নেই ৩০ বছর দায়িত্ব পালন করা ষাটগম্বুজ মসজিদের ইমাম

এমটিনিউজ২৪ ডেস্ক : বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

হেলাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মো. জায়েদ। তিনি জানান, ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদিঘির পূর্ব পাড়ে নিজ বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ইমাম হেলাল উদ্দিন। পরে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার রাত ৯টায় ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে মুহাম্মাদ হেলাল উদ্দিন মাতুব্বর ১৯৯৪ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদফতরের অধীন ষাটগম্বুজ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে