সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:০০:১৬

ফোনে মশগুল, শাড়ির আঁঁচল চাকায় পেঁচিয়ে রানীর মৃত্যু

ফোনে মশগুল, শাড়ির আঁঁচল চাকায় পেঁচিয়ে রানীর মৃত্যু

বাগেরহাট : চাকায় শাড়ির আঁঁচল পেঁচিয়ে প্রাণ গেল কাকতী রাণী (৪৫) নামের এক গৃহবধূর।  এ ঘটনা ঘটেছে বাগেরহাটের শরণখোলায়। ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে মারা যান তিনি।  

সোমবার দুপুর একটার দিকে উপজেলার খাদা গ্রামের তালকদার বাড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।  কাকতী রানী মালিয়া গ্রামের অমল চন্দ্র বড়ালের স্ত্রী।
 
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, কাকতী রানী তার ছেলে অমিতাভের জন্য বই কিনতে ভ্যানে চড়ে উপজেলা সদর রায়েন্দা বাজারে যাচ্ছিলেন। এসময় তার শাড়ির আঁচল ভ্যানের চাকায় পেঁচিয়ে গেলে চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি।  

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানে বসে কাকতী রানী তার মোবাইল ফোনে কথা বলছিলেন।  ফোনে কথা বলার কারণেই শাড়ির আঁচল পেঁচানোর বিষয়টি টের পাননি তিনি।  এতে দুর্ঘটনার শিকার হন তিনি।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে