এমটিনিউজ২৪ ডেস্ক : বাগেরহাটের মোংলায় বজ্রপাতে মো. নাছির শেখ নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত নাছির শেখ উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন নাছির শেখ। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।