শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১২:২৬:৫৬

তোলপাড় সৃষ্টি, বিএনপি নেতার ট্রলার নিয়ে উধাও আ.লীগ নেতা!

তোলপাড় সৃষ্টি, বিএনপি নেতার ট্রলার নিয়ে উধাও আ.লীগ নেতা!

এমটিনিউজ২৪ ডেস্ক : বাগেরহাটের মোংলায় এক বিএনপি নেতার ট্রলার ও মালামাল নিয়ে ডাকাতি করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার সম্পদ ও নগদ ৯২ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানা গেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা আনোয়ার তালুকদার তার পরিচিত জেলে সরদার এবং আওয়ামী লীগ নেতা মতিউর রহমান হাওলাদারকে সম্প্রতি ইলিশ ধরার জন্য দাদন বাবদ নগদ ৯২ হাজার টাকা, একটি ট্রলার ও জালসহ প্রায় ৫ লক্ষ টাকার সরঞ্জাম দিয়ে সাগরে পাঠান।

অভিযোগ অনুযায়ী, গত ৪ আগস্ট মতিউর রহমান হাওলাদার তার ছেলে ফরহাদ হাওলাদার ও সহযোগী ফয়সাল মল্লিকসহ আরও কয়েকজন সাগরে যান। স্থানীয়ভাবে খবর পাওয়া যায়, তারা প্রায় ২ লক্ষ টাকার ইলিশ মাছ ধরেছেন। কিন্তু তারা মাছ নিয়ে তীরে না ফিরে পরিকল্পিতভাবে ট্রলারসহ অজ্ঞাত স্থানে উধাও হয়ে যান।

পরে আনোয়ার তালুকদার জানতে পারেন, অভিযুক্তরা রামপালে সহযোগী ফয়সাল মল্লিকের বাড়িতে অবস্থান করছেন। তিনি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন-জখমের হুমকি দেন।

ভুক্তভোগী আনোয়ার তালুকদার বলেন, “এটি সরাসরি প্রতারণা, চুরি এবং ডাকাতির ঘটনা। তারা আমার বিশ্বাসের মর্যাদা ভেঙে সর্বস্ব লুটে নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।"

এ ঘটনায় আনোয়ার তালুকদার মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল আওয়ামী লীগ নেতাদের বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এই ঘটনার দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, অন্যথায় ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে