সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২১:৪১

মোরেলগঞ্জে শ্রেষ্ঠ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে শ্রেষ্ঠ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

সাইফুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেড়’শ জনের  মাঝে দেড় লাখ টাকার ইলিশ জাল বিতরণ করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহের
সমাপনী দিনে আজ সোমবার উপজেলা মৎস্য দপ্তর আনুষ্ঠানিকভাবে এই জাল বিতরণ করে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পিযুষ কান্তি ঘোষ, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইয়াকীন আলী অন্যান্যের মধ্যে আলোচনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা অনুপম রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমজাদ হোসেন, মৎস্যজীবী সমিতির সভাপতি আবু সালেহ ফরাজী, মো. আল আমীন ও মৎস্য চাষী তুলি রানী মন্ডলসভায় বিভিন্ন জাতের মাছ চাষে সাফল্যের জন্য বহরবুনিয়ার তুলি রানী
হালদার, দৈবজ্ঞহাটির মাসুম শেখ, নিশানবাড়িয়ার শেফালী রানী ও কাকড়া চাষে বলইবুনিয়ার জাহাঙ্গীর হোসেনকে শ্রেষ্ঠ চাষী হিসেবে পুরস্কৃত করা হয়।

৪ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে