সাইফুল ইসলাম, মোরেলগন্জ (বাগেরহাট) থেকে: বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় ফেরিতে ওঠার ৯০ ফুট লম্বা বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়লে পারাপার বন্ধ হয়ে যায়।
ব্রিজের সঙ্গে বেঁধে রাখা দুইশ' টন ধারণ ক্ষমতার একটি অকেজো ফেরি পানগুছি নদীর প্রবল স্রোতে হঠাৎ ভেসে গেলে এ ঘটনা ঘটে।ফলে মোরেলগঞ্জ, শরণখোলা থেকে বাগেরহাট, খুলনা, ঢাকা ও চট্টগ্রামগামী কমপক্ষে ৪০টি দূরপাল্লার পরিবহন আটকা পড়েছে।
ফেরির মাষ্টার মো. আব্দুল মালেক বলেন, প্রবল স্রোতে পুরনো ফেরীটি নদীর মাঝে চলে গেলে ওই ফেরির সঙ্গে বেঁধে রাখা চলমান ফেরির ব্রিজটি ধসে পড়ে। ব্রিজটি টেনে তুলতে শক্তিশালী ক্রেন তলব করা হয়েছে। ক্রেন যথা সময়ে
পৌঁছালে ২৪ ঘণ্টার মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও আব্দুল মালেক জানান।
২০ মে, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস