শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৯:৫২

বিএনপিতে যোগ দিলেন শিবিরের নেতাকর্মীরা

বিএনপিতে যোগ দিলেন শিবিরের নেতাকর্মীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : বাগেরহাটের রামপাল উপজেলার উজরকুড় ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন শিবির নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

স্থানীয় বিএনপির একটি সূত্র জানায়, রামপাল-মোংলা আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আনুগত্য প্রকাশ করে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। ড. ফরিদ সম্প্রতি তাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বরণ করে নেন। 

বিষয়টি নিশ্চিত করে উজরকুড় ইউনিয়ন বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, নির্বাচনের আগে শিবির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান বিএনপির জন্য একটা ইতিবাচক দিক।

বিএনপিতে সদ্য যোগ দেয়া রামপালের উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আব্দুল কাদের বলেন, ১৯৯৫ সালে শিবির দিয়ে রাজনীতি শুরু করেছিলাম। এরপর যুব জামায়াত করেছি। কিন্তু বিগত ৫ আগস্টের পর থেকে জামায়াত তার নীতি-আদর্শের মধ্যে নেই।

বাগেরহাট-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির প্রতি আস্থা রেখে যারা যোগ দিয়েছেন তাদেরকে স্বাগত জানাই। আশা করছি তাদের এ যোগদান আগামীর কর্মকাণ্ড আরো ত্বরান্বিত করবে। কারণ তারা অন্য রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে ছিল। তাদেরও অনেক অভিজ্ঞতা রয়েছে। তাদের সেই অভিজ্ঞতা দিয়ে আগামীতে তারেক রহমানের মিশন-ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে