বাগেরহাট: এবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামেরনারী-পুরুষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ ৩৩ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। ওই ইউনিয়নের উদয়পুর গ্রামের ইউপি সদস্য কামরুল ও আস্তাইল গ্রামের ইউপি সদস্য মকুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ন ম খায়রুল আনাম বলেন, উদয়পুর গ্রামের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ও আস্তাইল গ্রামের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মকুর মধ্যে আধিপত্য বিস্তারকে নিয়ে পুরানো বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে প্রতিপক্ষ কামরুল মোল্লার চাচাতো ভাই রইস মোল্লা খুলনা থেকে একটি মেয়েকে উদয়পুর গ্রামে নিয়ে আসলে মকুর লোকজন তাদের হাতে নাতে ধরে ফেলে।
পরে মকুর লোকজন মেয়েটিকে পুলিশে দেয়ার কথা বললে ইউপি সদস্য কামরুল ও মকুর সমর্থকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। কোনো এক পক্ষের শটগানের ছোড়া ছররা গুলিতে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলেছে। খুলনা থেকে আসা মেয়েটিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ জাহাঙ্গীর হোসেন বলেন, সংঘর্ষে আহত ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে অন্তত ১০ জন গুলিবিদ্ধ। গুলিবিদ্ধ ১০ জনসহ ১৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস