বাগেরহাট: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলিক্যাম্প এলাকায় আবারো আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে বনবিভাগের কর্মীরা চেষ্টা করছে। সোমবার সকাল ১০টার দিকে এ আগুন লাগে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।
এনিয়ে গত এক মাসে দুই দফা আগুন লাগে সুন্দরবনে। ওই আগুনে পুড়ে যায় বনের বেশ কিছু এলাকার গাছপালা। এভাবে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন পুড়লে সেখানে থাকা বাঘ-হরিণসহ বিভিন্ন প্রজাতির জীব-যন্তুর কি হবে?
গত ১৩ এপ্রিল ও ২৮ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এছাড়া ২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় পোড়ে দুই একর বনভূমি।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস