মঙ্গলবার, ৩১ মে, ২০১৬, ০৩:৩৬:২৭

সুন্দরবনের ত্রাস মাস্টার বাহিনীর ১০ সদস্যের আত্মসমর্পণ

সুন্দরবনের ত্রাস মাস্টার বাহিনীর ১০ সদস্যের আত্মসমর্পণ

বাগেরহাট : আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর ১০ সদস্য।

 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে বাগেরহাটে মংলা বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং জেটিতে আত্মসমর্পণ করেন তারা।

আত্মসমর্পণের মধ্যদিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সুগম হলো সুন্দরবনের ত্রাস মাস্টার বাহিনীর।  

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম।
 
তিনি গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মংলায় আসন।  বিকেল ৩টার দিকে মাস্টার বাহিনীর ১০ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিত থাকার কথা থাকলেও থাকতে পারেননি তিনি।

 এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বনদস্যুরা আত্মসমর্পণ করতে রাজি হয়।  তারই পরিপ্রেক্ষিতে গত রোববার সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবনের হাড়বাড়িয়ার চরাপুটিয়া এলাকায় র‌্যাবের কাছে মাস্টার বাহিনীর প্রধানসহ ৭ সদস্য ৫১টি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার গুলি জমা দেন।

কিন্তু ওইদিন বৈরী আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসতে না পারায় আত্মসমর্পণ অনুষ্ঠানটি স্থগিত করা হয়।  আজ স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তারা।
৩১ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে