বাগেরহাট : বিশ্ব সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে অভিযান শুরু হয়েছে। ঐতিহ্য এই বনের জীববৈচিত্র্য সুরক্ষা ও দস্যুতা দমনে শুক্রবার সকালে সুন্দরবনের চারটি রেঞ্জ সদর থেকে একযোগে স্মার্ট পেট্রোলিং অভিযান শুরু হয়েছে । প্রাথমিকভাবে এ অভিযান চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত।
এ অভিযানের মধ্য দিয়ে সুন্দরবনে সব ধরনের দস্যুতা দমন এবং রয়েল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণি ও বনজসম্পদ রক্ষা করা সহজতর হবে। এমন প্রত্যাশা সুন্দরবন বিভাগের।
বিশ্বের ৩১টি দেশের ১৪০টিরও বেশি জীববৈচিত্রময় এলাকায় (জিওলোজিক্যাল সাইট) সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর বনপাহারা কাজে স্মার্ট পেট্রোলিং (SMART- Spatial monitoring analysing and reporting tools) পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এসআরসিডাব্লিউপি (Strengthening Regional Cooperation for Wildlife Protection) প্রকল্পের আওতায় সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর বন পাহারায় প্রবেশ করলো বাংলাদেশ।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং দলের প্রশিক্ষিত সদস্যরা আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বন অপরাধীদের গ্রেপ্তারে সকাল থেকে অভিযানে নেমেছে। সুন্দরবনের শরণখোলা, চাঁদপাই, নলিয়ান ও বুড়িগোয়ালিনী এই ৪টি রেঞ্জের প্রতিটিতেই ৩টি করে স্মার্ট পেট্রোলিং দলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে ৭ কর্মকর্তা আর ৯ জন করে বনরক্ষী রয়েছে।
প্রথম দুটি দল পালাক্রমে ১৫ দিন করে সুন্দরবনের প্রতি রেঞ্জজুড়ে অভিযান চালাবে। তৃতীয় দলটি স্টাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকছে বিশেষ অভিযান পরিচালনার জন্য। প্রতিটি দলের সাথে রয়েছে দুটি করে লঞ্চ, ওপেন টাইপ স্পিডবোট, ফাইবার বডি ট্রলার ও বিশেষ প্রয়োজনে একটি করে কেবিন ক্রুজার।
স্মার্ট পেট্রোলিং চলাকালে বন ও বন্যপ্রাণি সংক্রান্ত দস্যুতা দমন ছাড়াও সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ সকল জীবিত বা মৃত বন্যপ্রাণি সম্পর্কে তথ্য সংগ্রহ করে জিআইএস ল্যাবে সংরক্ষণ করবে। এই স্মার্ট পেট্রোলিংয়ের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষা ও দস্যুতা দমন সহজতর হবে।
খুলনা সার্কেলের বন সংরক্ষক বন সংরক্ষক (সিএফ) জহির উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে এই স্মার্ট পেট্রোলিং পদ্ধতি বিশ্বের ৩১টি দেশের ১৪০টিরও বেশি জীববৈচিত্রময় এলাকায় চালু রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, থাইল্যান্ডের বনাঞ্চল ও জাতীয় উদ্যানসমূহের জেডএসএল সাইটে স্মার্ট পেট্রোলিং পদ্ধতির ব্যবহার জনপ্রিয়তা পেয়েছে।
তিনি জানান, বিশ্বব্যাপী প্রশংসিত সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর এই বন পাহারা ব্যবস্থা সীমিত আকারে ইউএসএইড-বাঘ প্রকল্পের উদ্যোগে পরীক্ষামূলক ভাবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম অভয়ারণ্যে চালানো হয়েছে।
জহির উদ্দিন আহমেদ বলেন, এতে দস্যুতা দমনসহ বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সফলতা পাওয়া গেছে। এ সাফল্যের পরে প্রাথমিকভাবে ৬ মাসের জন্য গোটা সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং অভিযান শুরু হয়েছে।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম