বাগেরহাট : বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে ইলিশ ধরার অভিযোগে বঙ্গোপসাগরে আটক করা হয়েছে ৬০ ভারতীয় জেলেকে।
মংলা থানা পুলিশ জানায়, সোমবার রাতে নৌ-বাহিনীর টহল জাহাজ বিএনএস কর্ণফুলি মংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিকেল মাইল দক্ষিণে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ভারতীয় জেলেদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ১০০টি ইলিশসহ পাঁচটি ভারতীয় ট্রলারও জব্দ করে নৌ-বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে আটক পাঁচ ট্রলার ও ৬০ জেলেকে মঙ্গলবার দুপুরে নৌ-বাহিনী মংলা থানায় হস্তান্তর করেছে।
নৌবাহিনী জানিয়েছে, আটকের পর সঞ্জয় সামন্ত নামে ভারতীয় এক জেলে টয়লেটে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার দুপুরে মংলা থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সঞ্জয় সামন্ত ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপ এলাকার প্রফুল্ল চন্দ্র সামন্তের ছেলে।
এফবি লক্ষ্মীনারায়ণ, এফবি প্রদীপ, এফবি দক্ষিনেশ্বরী, এফবি সত্য নারায়ণ ও এফবি ত্রিপতি নামের ওই পাঁচ ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন এলাকায় বলে জানায় পুলিশ।
জব্দ করা ইলিশগুলো বাগেরহাটের একটি হিমায়িত চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানায় সংরক্ষণের জন্য রাখা হয়েছে।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল জানান, আটক ইলিশগুলো সংরক্ষণ করা হয়েছে। পরে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন ও বেঁচা-কেনা নিষিদ্ধ রয়েছে বলে জানান তিনি।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর