শনিবার, ১৩ আগস্ট, ২০১৬, ০১:১৪:৩২

মৃত মহিষের মাংস বিক্রি: ধরা খেল চার কসাই

মৃত মহিষের মাংস বিক্রি: ধরা খেল চার কসাই

নিউজ ডেস্ক: বরগুনার মাংস বাজারে মৃত মহিষের মাংস বিক্রির চার কসাইয় ধরা খেয়েছে। এই অপরাধে ৩ কসাই ও দায়িত্বে অবহেলার কারণে পৌরসভার এক কর্মকর্তাকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মহিষের মুল মালিক কসাই রিপনকে ১০ হাজার টাকা জরিমানাসহ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, অন্য দুই কসাই সোহেল ও রিপনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও পৌরসভার স্যানিটারি বিভাগের পক্ষ থেকে বরগুনা মাংস বাজারে মাংসের সঠিক নিশ্চয়তা দিতে সীল প্রদানকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরকে দায়িত্বে অবহেলার কারণে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এই রায় প্রদান করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্রি করার জন্য কসাই রিপন একটি মহিষ কিনেছিলো সেটি বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মারা গেলে তাৎক্ষণিক জবাই করে মাইকিং করে মহিষের মাংস বিক্রি করা হয়।

বিষয়টি পুলিশকে জানালে বরগুনা সদর থানার উপ পরিদর্শক মো. হানিফ ঘটনাস্থলে গিয়ে তিন কসাইসহ পৌরসভার স্যানিটারি বিভাগের ওই কর্মকর্তাকে আটক করে।
১৩ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে