সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০৭:৪৮:৫২

মরা গরুর মাংস বিক্রি করে ধরা খেল কসাই

মরা গরুর মাংস বিক্রি করে ধরা খেল কসাই

বরগুনা : মরা গরুর মাংস বিক্রি করে ধরা খেয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলার এক কসাই।  সোমবার বেলা ১১টার দিকে পৌরসভার মাংস বাজার থেকে কসাই ফারুকে আটক করে পৌর কর্তৃপক্ষ।
 
মাংসসহ কসাইকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের কাছে হাজির করা হলে জিজ্ঞাসাবাদ শেষে তিনি থানায় সোপর্দ করেন।
 
পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন জানান, পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা আ. ছত্তারের ছেলে হানিফার একটি গর্ভবতী গাভী খুরাচাল রোগে আক্রান্ত হয়।  

বাজারের মাংস বিক্রেতাদের কাছে তিনি গরুটি ১০ হাজার টাকায় বিক্রি করেন।  সোমবার রাত ৩টার দিকে অসুস্থ গরুটি ভ্যানগাড়িতে করে নেয়ার পথে মারা যায়।  পরে গরুটি জবাই করে সকালে বাজারে ৪৫০ টাকা দরে মাংস বিক্রি করেন ওই কসাই।
 
গরুটি মারা যাওয়ার বিষয়টি মেয়রকে অবহিত করে প্রত্যক্ষদর্শীরা।  এরপর মেয়র আনোয়ার হোসেন আকন তার অফিসের কর্মচারীদের দিয়ে মাংসসহ ফারুককে আটক করেন।
 
কসাই ফারুক ঘটনা স্বীকার করে জানান, তার ব্যবসায়িক সহযোগী সোহাগ ও ইউনুচের বুদ্ধিতে এ  কাজ করেছেন তিনি।
 
এদিকে মরা গরুর মাংস বিক্রির বিষয়টি পৌরসভা থেকে শহরে মাইকিং করার পর কমপক্ষে ৩০টি পরিবার রান্না করা মাংস পৌরসভায় জমা দেয়।
 
পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোসাফফর হোসেন বাবুল জানান, তিনিও ২ কেজি মরা গরুর মাংস কিনে রান্না করেছিলেন।  পরে পৌরসভার মাইকিং শুনে কুকুরকে দিয়েছেন।
 
পাথরঘাটা উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, মাংস বিক্রেতা যে অপরাধ করেছে অল্প সাজায় মাফ করা যায় না।  ভ্রাম্যমাণ আদালতে সাজা কম, তাই রেগুলার মামলার জন্য তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
২৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে