শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৫৭:১৪

ইলিশের মণ ২ লাখ ৩ শত টাকা!

ইলিশের মণ ২ লাখ ৩ শত টাকা!

বরগুনা: শিরোনাম শুনে চোখ কপালে উঠলেও ঘটনায় শতভাগ সত্যতা রয়েছে। অনেকে বলতে পারেন সারাদেশে যেখানে ইলিশের দাম হাতের নাগালে, সেখানে একমণ ইলিশের দাম কি না ২ লাখ টাকা।

আসলে বরগুনা জেলার মৎস্য বন্দর পাথরঘাটায় ২ কেজি ৩ শ’ গ্রাম ওজনের একটি ইলিশ ১১ হাজার ১৬৫ টাকায় বিক্রি হয়েছে ।

বৃহস্পতিবার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার লেফটেন্যান্ট কমান্ডার এম এস্কান্দার আলী খান জানান, উপজেলার টেংরা গ্রামের কবির শরীফের ট্রলারে মাছটি ধরা পড়ে। কয়েক হাত ঘুরে মাছটি বিএফডিসির পাথরঘাটা অবতরণ কেন্দ্রের পাইকারি মৎস্য বাজারে নিউ আলামিন ফিস নামের মালিক মো. রুবেল ১১ হাজার ১৬৫ টাকায় কিনে নেন।

রুবেল জানান, ঢাকার বাজারে বিক্রির জন্য তিনি মাছটি সংগ্রহ করেছেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মাছটির প্রতি কেজির দাম পড়েছে ৫ হাজার সাত টাকা। মণ হিসাবে এর দর পড়েছে ২ লাখ ৩ শ’ টাকা। ইলিশটি স্বাভাবিকের চেয়ে আট গুণ বেশি দামে বিক্রি হয়েছে।
সূত্র : বাসস
২৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে