শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৪৮:৩৬

পাথরঘাটা থেকে ‘চন্দ্রপোড়া’ সাপ উদ্ধার

পাথরঘাটা থেকে ‘চন্দ্রপোড়া’ সাপ উদ্ধার

নিউজ ডেস্ক: বরগুনার পাথরঘাটা থেকে একটি ‘চন্দ্রপোড়া’ সাপ উদ্ধার করেছে টাইগার টিম।


শুক্রবার উপজেলার রুহিতার বন থেকে সাপটি উদ্ধার করা হয়।


বনবিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা আনোয়রুল কবির বলেন, রুহিতা বনে এলাকাবাসী ছন কাটতে গেলে সাপটি দেখতে পায়। এ সময় টাইগার টিমকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা ওই সাপটি উদ্ধার করে।


টাইগার টিমের টিম লিডার মো. জাকির হোসেন মুন্সি বলেন, সাপটি ৮ হাত লম্বা।


খবর পেয়ে বনবিভাগের কর্মীরা বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় কেওড়া বনে সকাল ১১টার দিকে সাপটিকে অবমুক্ত করে দেয়।
২৪ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে