মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ০৩:৩০:৫০

ঘূর্ণিঝড় মোরা : অনিশ্চিত বরগুনার আড়াই হাজার জেলের জীবন

ঘূর্ণিঝড় মোরা : অনিশ্চিত বরগুনার আড়াই হাজার জেলের জীবন

নিউজ ডেস্ক: আকষ্মিকভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা'র কথা জানতে পারেনি গভীর সমুদ্রে মাছ ধরারতে যাওয়া বরগুনার প্র্রায় আড়াই হাজার জেলে। গতকাল সোমবার দুপুরে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, হঠাৎ করে সতর্কতা সংকেত বেড়ে যাওয়ায় গভীর সমুদ্রে থাকা জেলেরা ঘূর্ণিঝড়ের খবর জানাতে পারেনি।  

এ কারনে চরম ঝুকির মধ্যে রয়েছে দুই শতাধিক ট্রলারের প্রায় আড়াই হাজার জেলের জীবন। গোলাম মোস্তফা চৌধুরী আরও জানান, উপকূলের কাছাকাছি থেকে যেসব জেলেরা মাঝ ধরছিল তারা অনেকেই ইতোমধ্যে নিরাপদ আশ্রয় নিয়েছে।  

এদিকে সোমবার সকাল ১১টায় ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় বরগুনা জেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির এক জরুরি সভা বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ বশিরুল আলমের সভাপতিত্বে জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সকল সদস্য ও কমর্রত সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।  

সভায় জেলা প্রশাসক ড. মুহাম্মদ বশিরুল আলম জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আজ মঙ্গলবার পর্যন্ত উপকূলীয় এলাকাসমূহে আঘাত হানতে পারে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে