বরগুনা: মিন্নির প্রথম বিয়ের তথ্য গোপন করায় তার মা-বাবাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। রোববার দুপুরে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এসময় রিফাতের বাবা ছাড়াও রিফাতের মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুলাল শরীফ অভিযোগ করেন, একটি কুচক্রী মহল মামলাকে ক্ষতিগ্রস্ত করা, বিচারিক কাজে বাধা সৃষ্টি এবং খু'নের আসামিদের রক্ষা করতে উঠেপড়ে লেগেছে। তাই মামলাটি দ্রুত বিচার আইনে নিষ্পত্তি এবং মামলার এজাহারভুক্ত পলাতক চার আসামিকে দ্রুত গ্রেফতার করে ফাঁ'সির দাবি জানান তিনি।
তিনি বলেন, গত বছরের ১৫ অক্টোবর মামলার প্রধান আসামি নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ে হয়েছিল। মিন্নির বাবা তা গোপন করে মেয়েকে পারিবারিকভাবে তার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে প্রতারণা করেছেন। মূলত সে কারণেই এ নৃ'শংস হ'ত্যাকা'ণ্ডটি ঘটেছে। তাই এ ঘটনায় মিন্নির মা-বাবাকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এর আগে বরগুনা প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে রিফাতের মা-বাবাসহ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।