মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯, ০২:০৪:১৯

মিন্নির জামিন আবেদন গ্রহণ করেছে আদালত

মিন্নির জামিন আবেদন গ্রহণ করেছে আদালত

নিউজ ডেস্ক : বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হ*ত্যায় গ্রেফতার হওয়া রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন গ্রহণ করেছেন আদালত। শুনানির জন্য ৩০শে জুলাই দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত সোমবার, মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারে আদালতে তলব ও হাসপাতালে নিয়ে চিকিৎসার আবেদন নাকচ করেন আদালত।

আবেদনে মিন্নি অসুস্থ উল্লেখ করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়া, রিফাত হ*ত্যার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে মিন্নির দেয়া জবানবন্দি প্রত্যাহারে আদালতে তলবের আবেদনও করা হয়।

গত ১৬ই জুলাই সকাল সোয়া ১০টার দিকে মিন্নিকে বরগুনা পৌরসভার মাইঠা এলাকার নিজ বাসা থেকে জেলা পুলিশ লাইনে নেয়া হয়। সেদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে হ*ত্যাকা*ণ্ডের ঘটনার সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন তার পাঁচদিনের রি*মান্ড মঞ্জুর হয়। এরপর, রি*মান্ড শেষ হওয়ার আগেই ১৯শে জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মিন্নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে