বরগুনা: জামিন পেলেও একটি কারণেই আরো ৪-৫ দিন থাকতে হচ্ছে মিন্নিকে। বেশ ঘটা করেই আজ মিন্নির জামিনের জন্য আদালত এসেছিলেন শতাধিক আইনজীবী। তবে আজকেই জামিন পেয়ে যান মিন্নি। তবে আজকে জামিন পেলেও কারাগার থেকে এক্ষুনি মুক্তি পাচ্ছেন না তিনি।
জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না মিন্নি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মিন্নিকে জামিনে মুক্ত করতে এখনও চার থেকে পাঁচদিন সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, হাইকোর্ট থেকে দেয়া মিন্নির জামিনের আদেশের কপি ডাকযোগে বরগুনার আদালতে পৌঁছাবে। সেখানে বরগুনার যে আদালতের কথা উল্লেখ থাকবে সেই আদালতে মিন্নির জামিনের জন্য মিস কেসের মাধ্যমে বন্ড দাখিল করতে হবে। এর পর আইনানুগভাবে মিন্নির জামিনের আদেশ পৌঁছাবে বরগুনা কারাগারে। এরপর মিন্নি কারাগার থেকে মুক্তি পাবে।