রবিবার, ০৬ অক্টোবর, ২০১৯, ০২:৩৪:৫৭

অভিযান চালিয়ে হরিণের ২০ মণ মাংস জব্দ

অভিযান চালিয়ে হরিণের ২০ মণ মাংস জব্দ

নিউজ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হরিণের ২০ মণ মাংস ও মাথা জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার ভোরে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে এ মাংস ও মাথা জব্দ করা হয়। এসময় একটি নামবিহীন ইঞ্জিন চালিত নৌকাসহ আবদুস সোবাহান (৫৬) নামের একজনকে আটক করেছে কোস্ট গার্ড।

এ বিষয়ে কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেঃ বিশ্বজিৎ বলেন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোর রাত ৪টার দিকে পাথরঘাটা উপজেলা বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে হরিণের আনুমানিক ২০ মণ মাংস ও মাথাসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় আবদুস সোবাহান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন: যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাংসগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও এ ঘটনায় জব্দ করা ইঞ্জিনচালিত নৌকা ও আটক আবদুস সোবহানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে