 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বরগুনা: বরগুনায় আলো'চিত রিফাত শরীফ হ'ত্যা মামলার অন্যতম আসামি আয়শা সিদ্দিকা মিন্নি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পেয়েছেন।আজ মিন্নী এবং কারাগারে থাকা আল-কাইয়ুম রাব্বি আঁকন ও মোঃ সাগরকে ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন আদালত।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, মিন্নি সরকারী মহিলা কলেজ থেকে অসমাপ্ত একটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে আইনজীবীর মাধ্যমে আবেদন করলে বিচারক আবেদন মঞ্জুর করেন। এ সময় আয়শা সিদ্দিকা মিন্নি আদালতে উপস্থিত ছিলেন।এদিকে মিন্নি জামিন আবেদনের উপর ১৬ জানুয়ারী আদালত শুনানির দিন ধার্য করেছে। অপর দিকে শিশু আদালতে বাদীসহ ৪ জনের সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত চলে।