রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ০৯:৪৪:২৭

যুবলীগ নেতার হাত ধরে উধাও দুই সন্তানের জননী!

যুবলীগ নেতার হাত ধরে উধাও দুই সন্তানের জননী!

বরগুনা থেকে : বরগুনার পাথরঘাটা উপজেলায় রাসেল চাপরাশি নামের এক যুবলীগ নেতার হাত ধরে দুই সন্তানের জননী রুশিয়া বেগম পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী খলিলুর রহমান প্রথমে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি ও পরে পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুব্রত মল্লিকের আদালতে মামলা দায়ের করেন।

আদালতে মামলা করায় রাসেল চাপরাশি হ'ত্যার হু'মকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন মামলার বাদী ‌খলিলুর রহমান। দুই সন্তানের জনক রাসেল চাপরাশি পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও একই এলাকার মৃ'ত মিন্টু চাপরাশির ছেলে।

মামলার বাদী খলিল বলেন, 'দীর্ঘদিন ধরে রাসেলের সাথে রুশিয়ার পরকীয়া চলছিল। গত বছরের ২৯ ডিসেম্বর রাসেল রুশিয়াকে পালিয়ে নিয়ে গিয়ে পাশের তালতলী উপজলায় ছয় দিন ছিল। পরে তালতলী উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে রুশিয়াকে বাড়িতে নিয়ে আসা হয়। আমার দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে (রুশিয়া বেগম) ঘরে তুলে নেই। কিন্তু পরকীয়ার টানে আবারও গত ৭ জানুয়ারি সন্ধ্যায় রাসেল ও রুশিয়া পালিয়ে যায়।'

তবে এ অভিযোগ অ'স্বী'কার করে যুবলীগ নেতা রাসেল বলেন, 'আমি খলিল মিস্ত্রির বউকে নিয়ে যাইনি। রুশিয়ার সাথে আমার কথা হয়েছে, সে তার বাবার বাড়ি তালতলী এলাকার পনু খলিফার কাছে আছে। আমার বি'রু'দ্ধে আমার চাচারা খলিল মিস্ত্রির সাথে মিলে মি'থ্যা অভিযো'গ দিয়ে হয়'রানি করার চেষ্টা করছে।'

এ বিষয় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, 'রাসেলের বি'রু'দ্ধে থানায় রুশিয়ার স্বামী খলিল সাধারণ ডায়েরি করে। পরে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও দায়ের করেছে। রাসেল চাপরাশির বি'রু'দ্ধে থানায় মা'দকসহ অনেক মামলা রয়েছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে