সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৮:৩৩

মসজিদের দরজায় বিএনপি প্রার্থীর জন্য কাফনের কাপড়!

 মসজিদের দরজায় বিএনপি প্রার্থীর জন্য কাফনের কাপড়!

বরগুনা : বিএনপি মনোনীত প্রার্থী মলিক মো. আইউবকে মার্কার বদলে কাফনের কাপড় পাঠিয়ে পাথরঘাটা পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার ফজরের নামাজ পড়তে গিয়ে তিনি এ হুমকি পান। পরে বেলা ১১টার দিকে মেয়র প্রার্থী মলি­ক মো. আইউব জীবনের নিরাপত্তা চেয়ে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। মসজিদের মোয়াজ্জেম মো. মাইন উদ্দিন বলেন, ফজরের নামাজের আজান দিতে আসার পর মসজিদের দরজা খুলতে গিয়ে সাদা কাপড়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটের উপরে কালো কালি দিয়ে লেখাটি পড়ে তাৎক্ষণিক মসজিদ কমিটিকে জানানো হয়। এরপর মসজিদ কমিটি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই প্যাকেটটি জব্দ করে। এ সময় পুলিশ প্রকাশ্যে ওই প্যাকেটটি খুলে। উদ্ধারকৃত ওই প্যাকেটের গায়ে লেখা রয়েছে, ‘আযুব মলি­ক অনেক বাড়সো, আর বেশি বারিসনা। নির্বাচন দিয়া সইরা যা, নাইলে কিন্তু এ নির্বাচনই তোর শেষ নির্বাচন অইবে। তোরে এই প্রথম কইলাম। বাইচ্চা থাকতে চাইলে আর তুই ইলেকশনের কতা কইস না। এরপরও কইলে, বাড়ির সবাইড্ডে গোনে কইয়া ইলেকশনের দিন বাইর হইস। ওই দিনই তোর জীবনের শেষদিন অইবে। তোর জন্য লাস কাপড়সহ সব মালামাল পাঠাইলাম।’ ওই প্যাকেটে কাফনের কাপড়সহ, ধুপকাঠি, গোলাপজল, আতর পাওয়া যায়। এ ব্যাপারে মলি­ক মো. আইউব বলেন, আমার ধারণা, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকেরা এ ঘটনা ঘটাতে পারে। আমাকে নির্বাচন সরে যাওয়ার জন্য যত আয়োজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী করছে। পাথরঘাটা থানা উপরিদর্শক (এসআই) মো. সাইদুল গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে মালামাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকন বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মলি­ক মো. আইউবের নাটক বোঝে পাথরঘাটার মানুষ। তাকে দাফন দেয়ার জন্য নিজেই বসে আছেন। তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। ২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে