বরগুনা : গভীর সমুদ্রে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে শনিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত অন্তত ২৫টি মাছ ধরার ট্রলারডুবির খবর পাওয়া গেছে।
ঝড়ের কবলে পড়ে আরো অর্ধশতাধিক ট্রলারসহ শতাধিক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের প্রায় দুই শতাধিক জেলে সুন্দরবন সংলগ্ন উপকূল হিরণ পয়েন্ট, দুবলা, আলোরকোল এবং নারকেল বাড়িয়া এলাকায় আশ্রয় নেয়ার খবর পাওয়া গেছে।
এসব জেলেকে উদ্ধারে জেলা ট্রলার মালিক সমিতির উদ্যোগে ট্রলারযোগে পৃথক চারটি উদ্ধার দল পাঠানো হয়েছে। এ কথা গণমাধ্যমকে জানান বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে তিনি জানান, কয়েকদিন ধরেই উত্তাল ছিল সাগর। শনিবার রাত থেকে সাগরের ভয়াবহতা আরো বেড়ে যায়।
রোববার ভোর রাতের দিকে ভারী বৃষ্টিসহ প্রচণ্ড ঝড়ো হাওয়ায় একে একে অনেক ট্রলার ডুবে যায়।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের কচিখালি, নারকেলবাড়িয়া, কটকা, ডিমের চর, সাতবাম এলাকা থেকে এ পর্যন্ত ২৫টি ট্রলার ডুবে যাওয়ার খবর জানতে পেরেছেন তিনি। এছাড়া অর্ধশতাধিক ট্রলারের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না ট্রলার মালিকরা।
এসব ট্রলারের মধ্যে ঠিক কতগুলো ডুবে গেছে এবং কতগুলো সুন্দরবন সংলগ্ন বনভূমিতে আশ্রয় নিতে পেরেছে তা জানা যায়নি বলে জানান তিনি।
২১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম