বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০২:১৪

বরগুনার ইজতেমায় আখেরি মোনাজাত ২০ ফেব্রুয়ারি

 বরগুনার ইজতেমায় আখেরি মোনাজাত ২০ ফেব্রুয়ারি

বরগুনা : ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আম বয়ানের মধ্যদিয়ে তাবলিগ জামায়াতের আয়োজনে শুরু হয়েছে বরগুনা জেলা ইজতেমা।  বরগুনা সদর উপজেলা পরিষদ মাঠে কাকরাইল মসজিদের তাবলিগ জামায়াতের মুরুব্বি ইঞ্জিনিয়ার আবদুল মতিনের আম বয়ানের মধ্যদিয়ে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ইজতেমার আনুষ্ঠানিকতার সূচনা হয়।

ইজতেমা মাঠের তাবলিগ জামায়াতের জিম্মাদার মাও. আ. করিম বলেন, ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু করার কথা থাকলেও মুরুব্বিদের আসতে দেরি হওয়ায় যোহর নামাজের পর ইজতেমা শুরু করা হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার তিন বক্তা বয়ান করবেন।  ইঞ্জিনিয়ার আবদুল মতিন সাহেব বয়ান করেছেন।  আসরের পর শুরু করেন মাওলানা আবদুল্লাহ্। মাগরিবের পর প্রফেসর ইউনুস শিকদার মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন।

২০ ফেব্রুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বরগুনার ইজতেমা।
১৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে