বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০৯:৩৪:৪৬

অবাক কাণ্ড, হেলিকপ্টার দিয়ে ইউপি নির্বাচন!

অবাক কাণ্ড, হেলিকপ্টার দিয়ে ইউপি নির্বাচন!

বরগুনা : অবাক কাণ্ড, হেলিকপ্টার দিয়ে ইউপি নির্বাচনে প্রচারণা।  এমন ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  ঘটনাটি বরগুনার নলটোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে।  আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন কবিরের বড় ভাই মালয়েশিয়া প্রবাসী মো. মিলন হাওলাদার গতকাল দুপুরে  হেলিকপ্টারযোগে নলটোনায় আসেন।

এ সময় তিনি তার ভাইকে ভোটে নির্বাচিত করতে ভোটারদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন।  বেসরকারি প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টারযোগে বেলা ৩টা ২৩ মিনিটে গর্জনবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।
 
তার সঙ্গে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি  মো. জুবায়ের আদনান, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম।  তাদের অভ্যর্থনা জানাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহ আলম মুনশিসহ  শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

মিলন হাওলাদার ও অন্যরাহেলিকপ্টার থেকে নেমে বিদ্যালয় মাঠের পূর্ব পাশে বানানো মঞ্চে গিয়ে ওঠেন।  সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বুড়িরচর ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো.আলতাফ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনাম দেবনাথ।

নির্বাচনী জনসভাস্থলে ৬টি মাইক ব্যবহার করা হয়।  সেখানে পুলিশের একজন এসআই ও তিনজন কনস্টেবল শান্তিশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল।

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক সুজনের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, একজন প্রার্থীর ভাইয়ের হেলিকপ্টারে এলাকায় এসে নির্বাচনী জনসভা করা নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন।  

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ বলেন, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করার উদ্দেশ্যেই তার বড় ভাই হেলিকপ্টার নিয়ে এলাকায় এসেছেন।

আওয়ামী লীগের প্রার্থী মো. হুমায়ুন কবির বলেন, আমার ভাই অসুস্থ, তাই হেলিকপ্টারে করে তিনি এসেছেন।  এ জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের অনুমতি নিয়েছি।  তবে আমি ঘটনাস্থলে ছিলাম না।

নলটোনা ও বালিয়াতলী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দীন গণমাধ্যমকে বলেন, হেলিকপ্টারে আসার ব্যাপারে কেউ অনুমতি নেননি।  জনসভার বিষয়ে কোনো অভিযোগ পাইনি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, হেলিকপ্টারে এসে নির্বাচনী প্রচারণা আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে