বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৭:৪৯:৪৫

পরীক্ষার ভয়ে চিরকুট লিখে আত্মহত্যা ছাত্রীর

পরীক্ষার ভয়ে চিরকুট লিখে আত্মহত্যা ছাত্রীর

বরিশাল : পরীক্ষার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী।  বরিশাল জেলার গৌরনদীতে বুধবার সকালে বাসার ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী।  আত্মহত্যার আগে চিরকুট লিখে এ হতাশার কথাও জানিয়ে গেছে।
 
গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী জামিয়া শিমুন নাহার রিংকির (১৫) আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।  সে গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকার আবদুল বারেক খানের মেয়ে।

গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, আত্মহত্যার আগে রিংকি লাল কালি দিয়ে একটি চিরকুট লিখে যায়।
 
চিরকুটে উল্লেখ রয়েছে, ‘লেখাপড়া করে আমার দেখিয়ে দেয়ার ইচ্ছা ছিল। কিন্ত পড়া মনে রাখতে পারছি না।  এসএসসিতে ভাল রেজাল্ট করতে পারব না।  তাই সবাইকে মুক্তি দিয়ে চলে গেলাম। আমার মৃত্যুর জন্য আমার মা-বাবা দায়ী নয়। আমিই (রিংকি) দায়ী।’
 
 পুলিশ জানায়, রিংকির লাশ ময়নাতদন্ত ছাড়াই দুপুর সোয়া ১টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
চিরকুটে রিংকির শেষ ইচ্ছা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে রিংকর লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।  এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
১৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে