বরিশাল : অবশেষে ঠাঁই হলো পাগলি মায়ের সন্তান সাইফুল ইসলামের। বরিশাল বিভাগীয় বেবিহোম গৈলায় ঠাঁই হয় তার। আজ মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বরিশালের আগৈলঝাড়ার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবি হোম বা ছোটমনি নিবাস সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রথযাত্রার দিন গৈলায় রথে উঠতে গিয়ে রথের গাড়ির চাকায় চাপা পড়ে আহত হয় বছর ৫-এর সাইফুল।
এসময় গৈলা গ্রামের জগদীশ সমদ্দারের ছেলে সুশীল সমদ্দার আহত শিশু সাইফুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে চিকিৎসা করান।
দীর্ঘদিন ধরে সাইফুলের কাছ থেকে তার বাবার কোনো নাম, পরিচয় জানতে না পারলেও গৌরনদী বাসস্ট্যান্ডে অবস্থান করা এক পাগলিকে সাইফুল তার মা বলে জানায়।
আশ্রয়দাতা সুশীল সাইফুলের দেয়া তথ্যানুযায়ী দীর্ঘ দিন ঘুরে গৌরনদী বাসস্ট্যান্ডে সাইফুলের গর্ভধারিণী পাগলি মায়ের সন্ধান পান। ওই মায়ের কাছে সাইফুলকে রেখে আসতে চাইলে সুশীল ও তার সন্তান সাইফুলকে মারতে তেড়ে আসেন গর্ভধারিণী হতভাগ্য ওই মা।
অবশেষে বাধ্য হয়ে সাইফুলকে নিয়ে সুশীল ২০ আগস্ট ঘটনার বর্ণনা দিয়ে আগৈলঝাড়া থানায় এসআই আব্দুল হক খানের কাছে একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালাকে জানালে তিনি বিষয়টি বেবি হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে সাইফুলকে আবুল কালাম আজাদের মাধ্যমে বেবি হোমে হস্তান্তর করেন সুশীল সমদ্দার।
বেবি হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, সুস্থ ও স্বাভাবিক অবস্থায় সাইফুলকে বেবি হোমে ভর্তি করা হয়েছে। এখন থেকে সাইফুলের সব দায়িত্ব সরকারের।
সাইফুলকে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী আনিছুর রহমান, আগৈরঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াসিম ভুঁইয়া সেলিম, সাংবাদিক এস এম শামীমসহ প্রমুখ।
২৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম