বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ০৬:০৫:১৮

লঞ্চের ঈদ স্পেশাল সার্ভিস ৮ সেপ্টেম্বর থেকে

লঞ্চের ঈদ স্পেশাল সার্ভিস ৮ সেপ্টেম্বর থেকে

বরিশাল : ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চের ঈদ স্পেশাল সার্ভিস ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।

তবে যাত্রীর চাপ বেশি থাকলে ৭ সেপ্টেম্বর থেকেই এ সার্ভিস চালু হতে পারে।  এ তথ্য নিশ্চিত করেছেন অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার (যাপ) সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু।

স্পেশাল সার্ভিস উপলক্ষে এরই মধ্যে বেশ কয়েকটি বেসরকারি লঞ্চ কোম্পানি অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।

সাইদুর রহমান রিন্টু জানান, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায় বরিশাল-ঢাকা রুটে সরাসরি ১৭টি লঞ্চ চলাচল করবে।  ৬টি লঞ্চ ঢাকা-বরিশালের সঙ্গে ঝালকাঠি ও চাঁদপুরের যাত্রী পরিবহন করবে।

স্পেশাল সার্ভিসে প্রতিদিন মোট ২৩টি লঞ্চ চলাচল করবে বলে জানান তিনি।

বরিশাল-ঢাকা নৌরুটে সরাসরি ১৭টি লঞ্চ হলো পারাবত কোম্পানির পাঁচটি, সুন্দরবন কোম্পানির তিনটি, সুরভী কোম্পানির তিনটি, কীর্তনখোলার দুটি, এমভি টিপু, এমভি ফারহাত, কালাম খান ও দ্বীপরাজ।

এছাড়া দিবা সার্ভিসের গ্রিন লাইন ওয়াটার ওয়েজের দুটি জাহাজ এ রুটে চলাচল করবে।

ঈদ স্পেশাল সার্ভিসকে কেন্দ্র করে এমভি কীর্তনখোলা ও সুরভী কোম্পানি অগ্রিম টিকিট ছেড়েছে।

 আগামী ১ সেপ্টেম্বর থেকে বিআইডব্লিউটিসি’র জাহাজের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানা গেছে।

সুরভী লঞ্চ কোম্পানির টিকিটের আবেদন গ্রহণ শেষ হয়েছে।  আগামী দু'একদিনের মধ্যেই টিকিট ছাড়া হবে বলে জানা গেছে।  একইভাবে পারাবত, টিপু, ফারহানসহ সব লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির প্রস্তুতি শেষ হয়েছে।
২৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে