মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ১১:০৯:৩৪

বিমানে ১২ যাত্রীর লাগেজ উধাও!

বিমানে ১২ যাত্রীর লাগেজ উধাও!

বরিশাল : ঢাকা থেকে বরিশাল আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ যাত্রীর লাগেজ উধাও হয়ে গেছে বলে জানা গেছে।  মঙ্গলবার এ ঘটনা ঘটে।

আজ বিকেল ৩টা ৪ মিনিটে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশের বিজি-৪৬৯ নম্বরের ফ্লাইটটি।  ফ্লাইটটি ৪৯ মিনিট বিলম্বে অবতরণ করে।

যাত্রী নামিয়ে ফের ৪০ জন ফিরতি যাত্রী নিয়ে ফ্লাইটটি বিকেলে ৩টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।  এরপরই দেখা দেয় বিপত্তি।  

বিমান চলে গেলেও বেশ কয়েকজন যাত্রী তাদের লাগেজ না পেয়ে হতাশায় ভোগেন।  এদের মধ্যে ছিলেন বিদেশি যাত্রীও।  ততক্ষণে বরিশালের আকাশ সীমানা ত্যাগ করে ফ্লাইটটি।

লাগেজ খোয়ানো যাত্রীদের মধ্যে বরগুনার আমতলীর মেডিকেল শিক্ষার্থী রুবাইয়া নরা।  তাকে এগিয়ে নিতে বরিশাল বিমানবন্দরে এসেছিলেন তার বাবা কলেজ শিক্ষক নজরুল ইসলাম তালুকদার।

নজরুল ইসলাম তালুকদার গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, তারা ভেবেছিলেন লাগেজ পেতে হয়তো বিলম্ব হচ্ছে।  কিন্তু যখন দেখেন ফিরতি ফ্লাইট যাত্রী নিয়ে চলে গেছে, তার মেয়ে লাগেজ পায়নি, তখন বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন তারা।

তবে কোনো যাত্রীর লাগেজ খোয়া যায়নি বলে দাবি করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরিশালস্থ ম্যানেজার এবায়েদুর রহমান।  তিনি বলেন, কোনো কারণে ‌'মিসিং' হয়েছে।

যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ১০/১২ জন যাত্রীর লাগেজ না পাওয়ার বিষয়টি অবহিত করা হয়েছে।

এদের সবার লাগেজ কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত আছে বলে জানান।  তাদের লাগেজ আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় বিমানের পরবর্তী ফ্লাইটে বরিশাল আসবে।  যাত্রীদের লাগেজ-ব্যাগেজ অক্ষত অবস্থায় ফিরে পাওয়ারও শতভাগ নিশ্চয়তা দিয়েছেন তিনি।
৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে