বরিশাল থেকে : বরিশালের মুলাদী উপজেলায় চরে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে দুই সহোদরসহ ৩ কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে ঝলসে গেছে আরো দুই কৃষকের শরীর। বিকাল ৫টার দিকে উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ কাজীর চর এলাকাধীন মতুরার চর নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত সহদর হলো- ওই দক্ষিণ কাজীরচর গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার ছেলে মোশারেফ হোসেন মোল্লা (৪৩) ও তার ছোট ভাই মো. কবির মোল্লা (৩৮) এবং একই এলাকার ভাইস মোল্লার ছেলে এছাহাক মোল্লা (৩৭)।
এছাড়া আহতরা হলেন, একই এলাকার আনিচ ব্যাপারী এবং আবুল ব্যাপারী। আহত এবং নিহতরা সবাই পেশায় কৃষক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান।
তিনি জানান, বিকালে বৃষ্টি শুরু হলে বাড়ির পার্শ্ববর্তী মতুরার চরে থাকা গরু আনতে যায় মোশারেফ, কবির, এছাহাক সহ অন্যান্যরা। এসময় হঠাৎ করেই বজ্রপাতে দুই সহোদরসহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে বজ্রপাতে আহত হওয়া দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস