বরিশাল থেকে: সাপের বাক্সে কক্সবাজার থেকে ইয়াবা বহনে রাজী না হওয়ায় বরিশালে মান্না পাহাড়ি নামে এক সাপুরের দুই পায়ের রগ কেটে দেয়াসহ নির্মমভাবে কুপিয়ে আহত করার মামলায় নির্দেশদাতা হিসেবে সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড (১৬, ১৭ ও ১৮) কাউন্সিলর ইসরাত আমান রূপাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আাড়াইটার দিকে কোতয়ালী থানা পুলিশের একটি দল নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের ব্রাউন কম্পাউন্ডের নিজ বাসা থেকে কাউন্সিলর রূপাকে গ্রেফতার করে। এর আগে গত বুধবার রাত ৯ টার দিকে কোতোয়ালী মডেল থানায় আহত সাপুরে মান্না পাহাড়ির স্ত্রী কাজল বেগম বাদী হয়ে ইসরাত আমান রূপাসহ ৬ যুবলীগ কর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলায় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রূপাকে হুকুমদাতা এবং নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কে স্থানীয় যুবলীগ কর্মী তরিকুল ইসলাম রাজা, সরজিৎ চন্দ্র রায় ওরফে সবুজ, মো. ফিরোজ, মাসুদ মোল্লা ও রফিকুল ইসলাম বাদশা সহ ৬জনকে আসামী করা হয়।
মান্নার স্ত্রী কাজল বেগম মামলায় অভিযোগ করেন, কয়েক মাস আগে মান্নাকে সাপের বাক্সে কক্সবাজার থেকে ইয়াবা বহনের প্রস্তাব দেয় যুবলীগ কর্মী রাজা ও কাউন্সিলর রূপা। এতে রাজী না হওয়ায় মান্নাকে হুমকি দেয় রাজা ও রূপা। ওই সময়ে মান্না কোতোয়ালী মডেল থানায় সাধারন ডায়েরী করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে রূপার নির্দেশে রাজা ও তার সহযোগীরা হত্যার উদ্দেশ্যে মান্নাকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মান্নাকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, মান্না পাহাড়িকে কুপিয়ে আহত করার মামলায় তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ইসরাত আমান রূপাকে তার ব্রাউন্ড কম্পাউন্ড ২য় লেনের বাসা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরনের পাশাপাশি এই মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস