বরিশাল: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চরমোনাইয়ের তিনদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হচ্ছে আজ শনিবার। সকাল ৯টায় পীর সাহেব আমিরুল মুজাহিদীন হযরত মাও. সৈয়দ রেজাউল করিম আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
তার আগে বাদ ফজর লাখ লাখ মুসল্লির উদ্দেশ্যে তিনি সর্বশেষ ওয়াজ-নছিহত করবেন। আখেরি মোনাজাতে অংশ নিতে চরমোনাইগামী লাখ লাখ মুসল্লির ঢল নেমেছে। শুক্রবার চরমোনাই মাহফিলে জুমার নামাজেও মুসল্লিদের ঢল নামে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির যোগাযোগ বিভাগের নৌ-পরিবহন বিষয়ক কাজী মাওলানা মামুনুর রশীদ খান জানান, এবার মাহফিলে আওলাদে রাসুলসহ ভারতের দেওবন্দ থেকে ৪জন (ওস্তাদুল আসাত্তেজা) প্রখ্যাত আলেম এবার মাহফিলে অংশগ্রহণ করেছেন। এছাড়াও বিশ্বের মোট ২০টি দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এ মাহফিলে অংশগ্রহণ করতে এসেছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস