নিউজ ডেস্ক: দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার ও অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে ব্লগার মাইকেল অপু মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনার সত্যতা স্বীকার করে দেশে বাক স্বাধীনতা নেই বলেও দাবি করেছেন ব্লগার অপু।
তার এই কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় বলে মনে করেন আইন বিশেষজ্ঞ বরিশাল জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন কাবুল। এদিকে তাকে কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন। ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে আমেরিকান এক তরুণীর সাথে আংটি বদল করে গত ২২ নভেম্বর থেকে দেশে ব্যাপক পরিচিতি পান বরিশালের ব্লগার মাইকেল অপু মণ্ডল।
শনিবার রাতে (গতকাল) নগরীর বান্দ রোডস্থ হোটেল চারু থেকে তাকে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে অপুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ। পুলিশ জানায়, অপুর বিরুদ্ধে দেশ ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে আপত্তিকর অপপ্রচার ও অশালীন মন্তব্য করার অভিযোগ পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তবে তার এই কর্মকাণ্ড সঠিত নয় বলে দাবি করেছে অপুর পরিবার। এদিকে, তার এই কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা।
২০১৭ সালের ১৯ নভেম্বর ফেইসবুকে পরিচয় হয় বরিশালের ছেলে মাইকেল অপু মণ্ডলের সাথে আমেরিকার তরুণী সারা মেকিয়েনের। এরপর চলে প্রেম। ঠিক এক বছর পর ১৯ নভেম্বর ঢাকা আসেন সারা।
গত ২২ নভেম্বর বরিশাল নগরীর কাউনিয়াস্থ মাইকেলের বাড়িতে অনুষ্ঠিত হয় তাদের এ্যাংগেজমেন্ট। বিষয়টি মিডিয়ায় প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান এই অপু। সে একজন ফ্রিল্যান্সারও। আর সারা মিনিসোটার একটি বৃদ্ধাশ্রমে নার্স হিসেবে কর্মরত।-সময়টিভি