বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা (উত্তর) ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. দেলোয়ার দুলাল।
বুধবার বিকেলে মেহেন্দিগঞ্জে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মাঠে বরিশাল-৪ আসনের এমপি এবং ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী পংকজ নাথের মনোনয়ন জমাদানের আগে দোয়া-মোনাজাত অনুষ্ঠানে পংকজ নাথের হাতে নৌকা তুলে দিয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন তিনিসহ অন্যান্যরা।
মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম ভুলুর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে পংকজ নাথ এমপি ছাড়াও অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র কামাল উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান মুনসুর আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পংকজ নাথ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী হয়ে কাজ করার জন্য যোগদানকারীদের আহ্বান জানান।
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করার কথা জানান মো. দেলোয়ার হোসেন দুলাল।
২০১৭ সালের ইউপি নির্বাচনে মেহেন্দিগঞ্জের লতা ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হন সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মো. দেলোয়ার হোসেন দুলাল।-বিডি প্রতিদিন